আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ভোটের দিন সবাইকে কেন্দ্রে পাহারা দিতে হবে। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে, যাতে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়। তার মতে, নৈতিক শিক্ষার অভাবেই দেশে অন্যায়, লুটপাট ও বৈষম্য বেড়ে চলছে।
শিক্ষা সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, দেশের অর্থখাতের বিশৃঙ্খলা দূর করে বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা রাজনীতির নোংরা চক্র থেকে দেশকে মুক্ত করতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চাঁদাবাজি ও অন্যায়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।