আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিলেটের ভোলাগঞ্জের বিখ্যাত ‘সাদা পাথর’ এলাকা থেকে ব্যাপক পাথর লুটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে সরেজমিনে অভিযান পরিচালিত হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
প্রাকৃতিকভাবে ধলাই নদীর উৎসমুখে জমে থাকা সাদা পাথর একসময় প্রায় পাঁচ একর জায়গা জুড়ে মনোমুগ্ধকর পর্যটন স্পটে রূপ নিয়েছিল। কিন্তু গত এক বছরে অবাধে পাথর লুটের ফলে এলাকা এখন প্রায় বিরানভূমি। স্থানীয়রা জানান, এখানে আগে যে সাদা পাথরের প্রাচুর্য দেখা যেত, তার ৭৫ শতাংশ এখন নেই; অবশিষ্ট মাত্র ২৫ শতাংশ টিকে আছে।
প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের প্রতিবাদে বিভিন্ন মহল ইতোমধ্যে সোচ্চার হয়েছে এবং অপরাধীদের বিচারের দাবি তুলেছে।