আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর আজ শুক্রবার (১৭ অক্টোবর) অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। জাতীয় ঐকমত্য কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা নতুন সাজে সাজানো হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি এই সনদে স্বাক্ষর করবেন। অনুষ্ঠান বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। এ সময় সংসদ এলাকার মধ্যে সব ধরনের ড্রোন উড়ানোও নিষিদ্ধ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ বার্তায় দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। আজকের দিনটি আমাদের একসঙ্গে উদযাপনের, ঐক্যের শক্তি অনুভব করার এবং নতুন প্রেরণা পাওয়ার দিন।
গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। জাতীয় ঐকমত্য কমিশন ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্তে পৌঁছেছে।
জাতীয় ঐকমত্য কমিশন ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছিল। কিছু ত্রুটি সংশোধনের পর চূড়ান্ত খসড়া ২০ আগস্ট বিতরণ করা হয় এবং ২২ আগস্ট পর্যন্ত মতামত গ্রহণ করা হয়। এরপরে আরও আলোচনা শেষে সনদ চূড়ান্ত রূপে প্রস্তুত করা হয়েছে।
আজকের স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে দেশ একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হবে, যেখানে রাজনৈতিক মতভিন্নতা থাকলেও জাতীয় ঐক্যের বার্তা প্রতিফলিত হবে।