
আওয়ার টাইমস নিউজ।
দেশের সুপরিচিত অনলাইন অ্যাক্টিভিস বনি আমিন তার ভেরিফাই ফেসবুকে একটি পোস্টে বিএনপি’র পক্ষ থেকে আসন্ন নির্বাচনে মনোনয়ন পাওয়া সাবেক ৩ এমপিকে নিয়ে যে বিস্ফোরক তথ্য দিলেন। তা নিচে হুবহু তুলে ধরা হলো।
তিনি লিখেন..
আমি যখন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ল প্র্যাকটিস করতাম, তখন জন্মদেশে যখন বেড়াতে যেতাম তখন মাঝে মাঝে জন্মদেশের দুই একজন BNP মন্ত্রী বা এমপিদের আমন্ত্রণে ঢাকাস্থ তাদের ন্যাম ভবন কোয়াটারে যেতাম। আমাকে ‘খুশি’ করার জন্যে তারা ২০০২ থেকে ২০০৫ অনেক কিছু করতো। বিশেষ করে তিন জন BNP মন্ত্রী বা MP’র অতিরঞ্জিত ‘সেবা’র কথা আমি মৃত্যুর আগেও ভুলবো না যাদেরকে এখনো পুরো দেশ বা জাতি ফেরেস্তা বা তুলসী ধোয়া মনে করেন।
তাদের তিনজনকেই দেশের বিভিন্ন সংসদীয় এলাকায় আমি এবারো পুনরায় নির্বাচনে ‘গর্বিত প্রার্থী’ হিসেবে দাঁড়াতে দেখছি। সারা দেশে তাদের ছবি সহ পোস্টারে সয়লাব। ইমিগ্রেশন ওকালতি করার সময় আমি ঢাকায় গেলে তারা বনি আমিনকে বোতল সেবা থেকে শুরু করে নারী সেবা সহ সব ধরণের সেবা দেয়ার জন্যে মরিয়া হয়ে উঠতো। সিনিয়র একজন BNP mp যিনি এবারো প্রার্থী হিসেবে চতুর্থ বারের মত নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি অতিরক্ত সেবা দেয়ার জন্যে সর্বদা ব্যাতিব্যাস্ত থাকতেন। তাঁকে এক সন্ধ্যায় ঢাকায় আমার জন্যে তার ন্যাম ভবনের বেডরুমে (খাসরুমে) একসাথে তিনজন CHA TREE নিয়ে স্বাগতম হাসিতে লাইন ধরে বেডে বসে থাকতে দেখি, আমি রুমে ঢুকলাম – তিনি উঠে দাঁড়ালেন, কানে কানে কিছু বললেন আমাকে, অতঃপর গোপনে আমার হাতে অব্যাবহৃত দুই প্যাকেট ‘বাজে জিনিস ধরিয়ে দিয়ে নেতা রুম থেকে বেরিয়ে গেলেন, বললেন যাকে ইচ্ছে তাকে রাখেন নতুবা তিনজনকেও একই সাথে রাখতে পারেন। আমি অবাক হলাম, এরাই দেশের নেতা! এরাই নির্বাচিত এমপি! এরাই দেশের আইন প্রণেতা! এরাই একটি জাতিকে নির্দেশনা দিচ্ছে! এরাই মুক্তিচো DAAR চেতনা নিয়ে জনসমাবেশে গলাবাজি করে! সেই mp’র দেয়া বাজে জিনিস আমি এস্তেমাল না করে ছাত্রীগুলোর একটা ইন্টারভিউ নিয়ে তিন বা চার মিনিট পর আমি রুম থেকে বেরিয়ে আসি, কারণ আমার চোখে তখনো আমার স্ত্রী ‘ভেরোনিকা’র ছবি ভাসছিলো, বরিশাইল্লা মেয়ের সেই ভয়ংকর মূর্তি! সেই তিনজন CHA TREE’র একজন ‘মেধা’ এখন অস্ট্রেলিয়াতে বাস করছে। আমি মনে করি, বোতল না হয় ঠিক আছে কিন্তু নিরীহ ওই CHA TREE বা নেত্রী গুলোকে কেন তিনি আনলেন! কেন আমাকে নারী সেবা নিতে হবে!
প্রিয় বন্ধুরা তোমাদের সেই সিনিয়র তিনজন প্রাক্তন মন্ত্রী ও mp দেখলাম এবারো নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একজনকে B.A.L পুলিশ নির্মমভাবে মারার দৃশ্যটি আজো ইউটিউবে আছে। মনে রেখো বনি আমিন ১২ ঘটের জল খাওয়া পাবলিক, আমি অভিজ্ঞতার ভান্ডার, আমি কখনো বিতর্কিত হওয়ার জন্যে বা ভিউ বাড়ানোর জন্যে বানিয়ে বা মিথ্যা কথা বলি না, খোদার কসম, আমার জানের কসম।
আমি জানি আমার এই পোস্টটি সেই তিনজন সিনিয়র নেতা, মন্ত্রী বা MP’র চোখে পড়েল তারা আমাকে বিশ্বাসঘাতক বা গোপনীয়তা লঙ্ঘনের দায়ে দোষী করবেন বা জীবনে আর কখনো ন্যাম ভবনে আমাকে দাওয়াত দেবে না। কিন্তু আমি ওগুলো কেয়ার করি না। কারণ আমার জীবনে চাওয়া বা পাওয়ার কিছু নেই। ধন্যবাদ – বনি আমিন, সিডনি, অস্ট্রেলিয়া, ২৯/১১/২০২৫



























