আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে একটি বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা ও আরও একজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোরে ইয়েলেতস্কায়া স্ট্রিট এলাকায় পুলিশ একটি সন্দেহজনক ব্যক্তিকে আটক করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান, পাশেই থাকা একজন স্থানীয়ও মারা যান। বিস্ফোরণটির তীব্রতা আশেপাশের ভবনগুলো কাঁপিয়ে দেয় এবং জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে।
রাশিয়ার তদন্তকারী সংস্থা এই ঘটনাকে “আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যাচেষ্টা” হিসেবে দেখছে। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন।
এ বিস্ফোরণটি ঘটেছে সেই স্থানের কাছাকাছি যেখানে কয়েকদিন আগে একজন উর্ধ্বতন রুশ সামরিক কর্মকর্তা গাড়িতে রাখা বোমায় নিহত হয়েছেন। এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা বাহিনী ঘটনার পেছনের নেটওয়ার্ক খুঁজে বের করতে কাজ করছে।
স্থানীয় জনগণ এবং প্রশাসন এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করেছে। রাশিয়ার কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই ধরনের হামলা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে এবং ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।