আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন মাহতাব রহমান নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। এতে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জনে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাহতাবের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
ইংরেজি মাধ্যমে পড়ুয়া মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। পরিবারের সঙ্গে সে উত্তরায় থাকত। দুর্ঘটনার পর থেকে বার্ন ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউ-তে তার চিকিৎসা চলছিল। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীসহ অনেকে দগ্ধ ও আহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মাহতাবসহ মোট ৩০ জনের প্রাণহানি ঘটেছে।