আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভাঙা বা লাশ পুড়িয়ে দেওয়া ইসলামের নীতি ও নবী মুহাম্মদ (সা.) এর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তিনি জানান, ধর্মের নামে বিভাজন তৈরি করা সমাজে অশান্তি এবং বিভাজন সৃষ্টি করছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলে রিজভী এসব মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি দেশে কিছু জায়গায় মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা নবীজির আদর্শের সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। রিজভী এই প্রসঙ্গ তুলে এনেছেন যাতে সমাজে ধর্মের নামে বিভাজন ও অশান্তি রোধ করা যায়।
রিজভী আরও অভিযোগ করেন, দেশে নৈরাজ্য চলছে এবং তৌহিদী জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, বিএনপির আমলে যেমন দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছিল, বর্তমানে কি এমন কোনো ষড়যন্ত্র চলছে, তা অন্তবর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে।
তিনি উল্লেখ করেন, পাকিস্তান আমলেও মাজার আক্রমণ বা লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা শোনা যায়নি। তিনি বলেন, আজকের মিলাদ মাহফিলের মাধ্যমে মহানবী (সা.) এর আদর্শ, চারিত্রিক গুণাবলী এবং আল্লাহর দেওয়া বাণী ছড়িয়ে দেওয়া হচ্ছে। রিজভী মন্তব্য করেন, যদি আমরা নবীজির সামান্যতম আদর্শও অনুসরণ করতাম, তবে সমাজে অন্যায়, অনাচার, রক্তপাত ও হানাহানি কমত।
প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কথায় বলা হয়েছে দেশ মদিনা সনদ অনুযায়ী চালাবেন, কিন্তু বাস্তবে দেখা গেছে সরকারি সম্পদ ও ব্যক্তিগত আয় বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের দুর্দশা বেড়েছে। করোনা সময় অক্সিজেনের অভাবে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে।
রিজভী আরও বলেন, বিএনপি কোনো বিদেশপন্থী দল নয়, বরং বাংলাদেশপন্থী দল।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।