আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আজকের বিপিএলের ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে শুয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি দুনিয়া মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। মাঠের দুই পাশে নিজ নিজ ড্রেসিংরুমের সামনে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে জড়ো হন টিম স্টাফরা।
মাঠে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, ঘটনার সময় পরিস্থিতি ছিল অত্যন্ত শোকাবহ। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যু ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার কাছে ক্রিকেটের শিক্ষা গ্ৰহন করা খেলোয়াড়রা লোক কাতার হয়ে যায়।