আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং নতুন প্রতিভা আবিষ্কার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবির নবনির্বাচিত বোর্ডের প্রথম সভায় এই পরিকল্পনা করা হয়। বোর্ড সভায় ২৩টি কমিটির প্রধান নির্বাচিত হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রিকেট সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের সঙ্গে আলাপে জানান, মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। যদি তাদের মধ্যে কিছু প্রতিভাবান ক্রিকেটার পাওয়া যায়, তবে আমরা তাদের জন্য আলাদা ব্যবস্থা করব। এটি এক ধরনের ছোট ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট হবে।
সূত্রের খবর অনুযায়ী, মাদ্রাসা ক্রিকেটের ফরম্যাট হতে পারে ১০ ওভারের ম্যাচ, যা ছাত্রদের দৈনন্দিন পড়াশোনার সাথে সামঞ্জস্য রেখে আয়োজিত হবে। টুর্নামেন্টের সময় নির্ধারণ করা হবে যাতে খেলাধুলা শিক্ষার ব্যাঘাত না ঘটায়।
এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যেও সুস্থ প্রতিযোগিতা ও দলগত কাজের চেতনা গড়ে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বিসিবি আশা করছে, দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে নতুন প্রতিভা আবিষ্কারের পথও খুলে যাবে।