
আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: গাজার মানবিক সংকট যখন চরমে, তখন মার্কিন দূত স্টিভ উইটকফের GHF (Global Humanitarian Foundation) তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য সহায়তা কেন্দ্র পরিদর্শনকে ‘ভান’ এবং ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। তারা বলছে, এই সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলের জুলুম ও হত্যাযজ্ঞের বাস্তবতাকে আড়াল করা এবং বিশ্ববাসীর চোখে ইসরায়েলি সেনাবাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনের একটি কৌশল।
হামাস তাদের এক বিবৃতিতে বলেছে,
এই ধরনের সফরের মাধ্যমে আমেরিকা কেবল ইসরায়েলের পক্ষে প্রপাগান্ডা চালাতে চায়। এখন পর্যন্ত ১,৩০০ জনেও বেশি ক্ষুধার্ত মানুষ ইসরায়েলি বাহিনীর এবং GHF-এর তত্ত্বাবধানে পরিচালিত বিতরণ পয়েন্টে গুলিতে নিহত হয়েছে।
তারা আরও দাবি করে, ইসরায়েল কোনোভাবে খাদ্যবাহী ট্রাককে গাজায় নির্বিঘ্ন প্রবেশ করতে দিচ্ছে না, বরং বহু জায়গায় গুলি করে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। অথচ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও মার্কিন কূটনীতিকরা সেখানে ‘সাহায্য পৌঁছানো হচ্ছে’ এই গল্প ছড়াতে ব্যস্ত।
আল জাজিরার প্রতিবেদনেও দেখা গেছে, গত সপ্তাহে স্টিভ উইটকফ যখন GHF-এর কার্যক্রম পর্যবেক্ষণে যান, তখনও গাজার কিছু অঞ্চলে খাদ্যবাহী গাড়ির উপর ইসরায়েলি সেনাবাহিনীর দখলদারি ও নিষেধাজ্ঞা চলছিল। এর আগে, আন্তর্জাতিক মিডিয়াতে একাধিকবার ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা গেছে, খাদ্য সংগ্রহ করতে গিয়ে মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে।
এই ধরনের সফর কেবল আন্তর্জাতিক চাপ কমানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথচ বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ।
সূত্র: Al Jazeera English




























