আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চাঁদপুর জেলা কারাগারে ঘটেছে এক বিরল ঘটনা, আদালতের নির্দেশে অনুষ্ঠিত হয়েছে এক প্রেমিক যুগলের বিয়ে। মামলায় আটক থাকার পরও ভালোবাসা থেমে থাকেনি, বরং সেই ভালোবাসাই আদালতের দরজায় পৌঁছে দিয়েছে বিয়ের আয়োজনের অনুমতি।
জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত (২১) ও একই বাড়ির বাকপ্রতিবন্ধী আকলিমা (২২) ছিলেন মামাতো ও ফুফাতো ভাইবোন। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, যা একসময় গোপনে বিয়েতে রূপ নেয়। তবে কাবিননামা ছাড়াই সম্পন্ন হওয়া বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব।
এই দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২৪ জুন আকলিমার বাবা আদালতে মামলা করেন। পরে হাসনাতকে গ্রেপ্তার করে দুই দিন পর, ২৬ জুন আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি বন্দি ছিলেন।
পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে দুই পরিবারের মধ্যে মতপার্থক্য দূর হয়। উভয় পরিবার বিয়েটি মেনে নেয় এবং আদালতের মাধ্যমে বৈধ কাবিন সম্পন্ন করার আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করলে রোববার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা কারাগারে অনুষ্ঠিত হয় হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে।
বিয়ের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি, সহকারী কমিশনার, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, কারা কর্তৃপক্ষ ও দুই পরিবারের নিকটাত্মীয়রা। কারাগারের ভেতরেই কাবিননামায় স্বাক্ষর করেন বর ও কনে, আর উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয় মিষ্টি দিয়ে।
কারাগারের জেলার মো. জুবাইর জানান, “বিয়ের সময় উভয় পরিবার অত্যন্ত আনন্দিত ছিল। আদালতের নির্দেশে সব প্রক্রিয়া সম্পন্ন হয় নিয়ম মেনে।”
এদিকে বিয়ের পর হাসনাতের দ্রুত জামিন ও মামলার নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন দুই পরিবারের স্বজনরা।