আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় ঘটেছে এক হৃদয়বিদারক দৃশ্য। হাসপাতালে মায়ের মৃত্যুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে মারা গেছেন ছেলে সাইফুল ইসলাম। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।
ঘটনাটি ঘটে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। মৃতরা হলেন পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা চায়না খাতুন (৬৩) ও তার ছেলে সাইফুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে মাথা ঘুরে পড়ে যান চায়না খাতুন। এতে মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মায়ের মৃত্যুসংবাদ শোনামাত্রই মানসিক চাপে ভেঙে পড়েন ছেলে সাইফুল ইসলাম। হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি।
হাসপাতালের চিকিৎসকরা জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। মায়ের মৃত্যুর মাত্র ১০ মিনিট পরই ছেলের মৃত্যুর বিষয়টি হাসপাতালজুড়ে শোকের আবহ সৃষ্টি করেছে।
একই পরিবারের দুই সদস্যের এমন অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।