আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাকর হওয়ায় যুক্তরাষ্ট্র দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এই সতর্কতা জারি করে।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়, ইরানজুড়ে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা যে কোনো মুহূর্তে সহিংস রূপ নিতে পারে। এর ফলে গ্রেপ্তার, আহত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে, সাধারণ জীবনও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সড়ক বন্ধ ও গণপরিবহন ব্যাহত হচ্ছে, পাশাপাশি ইন্টারনেট সংযোগও সীমিত করা হয়েছে।
নির্দেশনায় মার্কিন নাগরিকদের বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যাদের নিরাপদে ইরান ত্যাগ করার সুযোগ নেই, তাদের নিরাপদ স্থানে অবস্থান করে পর্যাপ্ত খাবার, পানি, ওষুধ ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী মজুদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাস বিশেষভাবে দ্বৈত নাগরিকদের জন্য সতর্কতা দিয়েছে। যুক্তরাষ্ট্র-ইরানি দ্বৈত নাগরিকদের ইরান ত্যাগ করতে হলে ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে, কারণ ইরান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না। মার্কিন পাসপোর্ট দেখানো বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রমাণ দেখালে জিজ্ঞাসাবাদ বা আটক হওয়ার ঝুঁকি রয়েছে।
স্থলপথে আর্মেনিয়া ও তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার পথ উন্মুক্ত আছে, তবে অন্যান্য সীমান্ত ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।