আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে, শুধুমাত্র সুবিধা অর্জনের জন্য ভুয়া বা চুক্তিভিত্তিক বিয়ে করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, বিদেশিরা যদি ভুয়া বিয়ে করে স্থায়ী বসবাস বা ব্যবসায়িক সুবিধা নেন, তবে তাদের গ্রেপ্তার করা হবে, বিচার ও সাজা দেওয়া হবে এবং পরে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার কিছু বিদেশি স্থানীয় নারীদের সঙ্গে ভুয়া বিয়ে করে ব্যাংক ঋণ, ব্যবসার অনুমতি ও অন্যান্য সুবিধা ভোগ করছেন। অভিযোগ রয়েছে, সুবিধা নেওয়ার পর তারা স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন।
জাকারিয়া শাবান আরও জানান, সন্দেহজনক ক্ষেত্রে অভিবাসন বিভাগ হঠাৎ করে দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে পরিদর্শন, সাক্ষাৎকার ও নথি যাচাই করছে। এছাড়াও বিদেশি স্বামী-স্ত্রীরা দীর্ঘমেয়াদি সামাজিক পাস (PLS) পেলে বৈধ অনুমতি না নিয়ে কাজ করতে পারবে না।
মালয়েশিয়া সরকার বারবার সতর্ক করেছে, “বিয়ে কখনোই ব্যবসার টিকিট নয়, ভুয়া বিয়ের মাধ্যমে সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি অনিবার্য।
সূত্র: The Vibes