
আওয়ার টাইমস নিউজ।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। সফরের মূল আলোচ্য বিষয় হবে অভিবাসন ও বিনিয়োগ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম জনশক্তি রপ্তানি বাজার। সফরে এমন পদক্ষেপ নেওয়া হবে, যাতে মালয়েশিয়া থেকে কর্মী ও পেশাজীবী নিয়োগ আরও বাড়ে। এছাড়া মালয়েশিয়ার শীর্ষ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে।
সূচি অনুযায়ী, ১১ আগস্ট মালয়েশিয়ায় পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হবে। ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের আলোচনা শেষে একাধিক সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ, হালাল ইকোসিস্টেম ও ব্যবসায়িক সহযোগিতা উল্লেখযোগ্য।
সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হবে। একই দিন তিনি ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও বাণিজ্য সম্প্রসারণসহ শ্রমিকদের সুযোগ-সুবিধা উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
সূত্র: বাসস




























