আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসায় মা লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী আয়েশাকে। ঘটনার নেপথ্যে প্রকাশিত হয়েছে, তার স্বামী রাব্বীর বরাতে, হত্যার মূল কারণ ছিল আয়েশার ক্ষোভ ও ভুল ধারণা।
রাব্বী দাবি করেছেন, তার স্ত্রী আয়েশা মনে করেছিল কিছু জিনিস চুরি করলে অর্থ বা সুবিধা পেতে পারবে। ঘটনার দিন, ল্যাপটপ ও মোবাইল চুরি করার সময় লায়লা আফরোজ তাকে ধরে ফেলেন। এ সময় আয়েশা রেগে যান এবং হাতে থাকা ধারালো ছুরি দিয়ে লায়লা আফরোজকে আঘাত করেন। পরে লায়লা আফরোজের কন্যা নাফিসা এগিয়ে আসলে তাকে একইভাবে আঘাত করেন।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আয়েশার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনাটি সংঘটিত হওয়ার দিনে আয়েশা বোরকা পরে বাসায় প্রবেশ করেন। পরে স্কুল ড্রেস ও মাস্ক পরে বাসা থেকে বের হন।
পুলিশের তদন্তে জানা গেছে, গ্রেপ্তারের চার দিন আগে গৃহকর্মী মোহাম্মদপুরের ওই ঠিকানায় কাজ শুরু করেছিলেন। বুধবার দুপুরে মোহাম্মদপুর থানার ৯ সদস্যের একটি টিম তাকে নলছিটির কয়ার চর গ্রাম থেকে আটক করে।
পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না বা অন্য কোনো প্রেক্ষাপট আছে কি না তা যাচাই করা হচ্ছে।