
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের বহুল আলোচিত ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে, যেখানে নতুন সংবিধান প্রণয়ন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি, শক্তিশালী প্রতিরক্ষা ও গোয়েন্দা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় প্রথম অঙ্গীকারই হচ্ছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা। জুলাই বিপ্লব ও ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে বৈষম্যহীন ও জনকল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠন করতে হবে।”
তিনি বলেন, “স্বাধীন বিচারব্যবস্থা, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন সমাজ গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকের রক্ষক হবে, ভয়ের কারণ নয়। র্যাব বিলুপ্ত করা হবে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করতে হবে।”
এনসিপির ইশতেহারে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে। নাহিদ ইসলাম জানান, “অত্যাধুনিক সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা হবে অধিকার, কোনো পণ্য নয়। বিজ্ঞান, গণিত, প্রকৌশল ও চিকিৎসা শিক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা থাকবে। প্রযুক্তি-নির্ভর মানবসম্পদ তৈরি হবে। সব ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা সমুন্নত রাখা হবে।”
এছাড়া নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবা, প্রবাসীদের অধিকার, টেকসই কৃষি, শ্রমিকের সুরক্ষা, গ্রাম পার্লামেন্ট, দূষণমুক্ত নগরায়ণ ও জলবায়ু সহনশীল উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে এই ইশতেহারে।
ইশতেহার ঘোষণার আগে শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়াল সমাবেশে বলেন, “আমার ভাই যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্যই এই নতুন ইশতেহার।”
দলের অন্যান্য নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “এনসিপির কর্মীদের কেউ হুমকি দিলে এখন থেকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।” সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ গুম, খুন ও ধর্ষণের বিচার নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। ডা. তাসনিম জারা জানান, “আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়তে চাই, যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না।”




























