আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় ঘোষিত সব মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সিদ্ধান্তের জন্য ইরানের নেতৃত্বকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে নির্ধারিত সব ফাঁসি বাতিল করা একটি সম্মানজনক সিদ্ধান্ত। তার ভাষায়, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, ইরানের নেতৃত্ব গতকাল আট শতাধিক মৃত্যুদণ্ড বাতিল করেছে। ধন্যবাদ।
এর আগে ইরানে বিক্ষোভ দমনে কঠোরতা অব্যাহত থাকলে ‘গুরুতর পরিণতি’ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। তার ওই হুঁশিয়ারির পরপরই মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্ত সামনে আসায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গোপন সূত্রের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রশাসন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের অভিযোগ ওঠে।
মানবাধিকার সংস্থা এইচআরএএনএ’র হিসাব অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিক্ষোভকারীর সংখ্যা ২ হাজার ৪০৩ জন। যদিও ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে।
সূত্র: শাফাক নিউজ