
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটেছে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে, বৃহস্পতিবার রাত ২টার পরে।
সদরঘাট নৌ থানার ইনচার্য জানিয়েছেন, লঞ্চ সংঘর্ষে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন। উদ্ধার ও খোঁজ–খবর চলমান রয়েছে।
ঝালকাঠি থেকে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার বাইজিদ ইবনে আকবর জানিয়েছেন, মেঘনা নদীতে ঘটানো এই দুর্ঘটনায় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে আটক করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ দুটি ঘন কুয়াশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর অ্যাডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে যায় এবং জাকির সম্রাট-৩ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের পরিদর্শক জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে লঞ্চে আগুন ধরানোর হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।



























