আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি আহ্বান জানিয়েছেন, গাজার শিশুদের প্রতি আগের মতো সংবেদনশীলতা দেখানোর জন্য যা ইউক্রেনের শিশুদের জন্য দেখিয়েছিলেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত দুই বছরে গাজায় প্রায় ৬২,০০০ নিরীহ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১৮,০০০ শিশু। এমিন এরদোয়ান মেলানিয়াকে পরামর্শ দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি লিখে গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, একজন মা ও নারী হিসেবে তিনি আশা করেন, মেলানিয়া গাজার শিশুদের জন্যও শান্তি ও নিরাপত্তা কামনা করবেন। গাজায় শিশুদের লাশের কফিনে লেখা ‘অজ্ঞাত শিশু’ শব্দগুলো মানবিক বিবেককে আঘাত করে।
চিঠিটি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই চিঠি বিশ্ববাসীর কাছে গাজার শিশুদের প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান হিসেবে ধরা হচ্ছে।