
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিধ্বংসী ও বিভীষিকাময় ঘোর আঁধারের এক নির্মম ধ্বংসাত্মক আধুনিকতার সামনে দাঁড়িয়ে দিকভ্রান্ত হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতেছে বিশ্ব মুসলিম উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম।
ইসলাম’বিদ্বেষী পশ্চি’মা বিশ্ব আজ বিশ্বব্যাপী মুসলিম সমাজের বর্তমান ও ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে আধুনিকতার নামে সুকৌশলে দুনিয়া ও আখিরাতের জীবন ধ্বংসকারী AI প্রযুক্তি এবং মোবাইল-ইন্টারনেটের ভয়ংকর দা’জ্জালি ফিতনাহ্ সমূহ মুসলিম সমাজের ঘরে ঘরে সহজলভ্য করে পৌঁছে দিচ্ছে।
আর এর পিছনে বিশ্বের সমস্ত মুসলিম’বিদ্বেষী অপশক্তি একত্রিত হয়ে কোটি কোটি ট্রিলিয়ন ডলার খরচ করছে।
অপরদিকে ইসলাম’বিদ্বেষীদের এই ভ’য়ংকর ফাঁদে পড়ে বিশ্বের প্রায় সব দেশের মুসলিম তরুণ-তরুণী, শিশু-কিশোররা সহজেই এই ভয়াবহ AI প্রযুক্তি ও মোবাইল-ইন্টারনেটের নির্মম আসক্তির শিকার হয়ে নিজেদের দুনিয়া ও আখিরাতের জীবনকে ধ্বংস করে দিচ্ছে।
এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকা সহ বিভিন্ন স্যাটেলাইট মিডিয়াগুলোতে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে ভয়ং’কর বীভৎস এই নগ্ন অশ্লীলতা ও দাজ্জালি ফিতনার ভয়াবহ বাস্তবচিত্র।
যেমন- অল্পবয়সী কিশোর গ্যাং কর্তৃক শিশু গণধর্ষণ ও নৃশং’সভাবে হ’ত্যার লোমহর্ষক ঘটনা!
৭০-৮০ বছর বয়সী বৃদ্ধের হাতে ৪ বছরের শিশু ধর্ষণ, পরকীয়ার কারণে স্বামীর হাতে স্ত্রী! এবং স্ত্রীর হাতে স্বামী নৃশংসভাবে খু’ন হচ্ছে!
সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মমতাময়ী সেই মায়ের হাতে কলিজার টুকরো সন্তানের জাহিলি কায়দায় খুন হওয়ার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও এখন হচ্ছে অহরহ, যা পত্রিকা খুললেই চোখে পড়ে।
এসব ঘটনার অনুসন্ধানী রিপোর্টে এ কারণ হিসেবে জানা যায়, মোবাইল-ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে মায়ের পরকিয়ার বলি হচ্ছে নিষ্পাপ শিশুরা!
অভিভাবকদের অসচেতনতার কারণে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা মাদকের চেয়েও ভয়ংকর ক্ষতিকারক নেশা মোবাইল-ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে AI প্রযুক্তি, অস্লিল ভিডিও গেইম এবং বিভিন্ন নগ্ন অশ্লীলতায় আসক্ত হয়ে নিজেদের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে…
আন্তর্জাতিক ইসলামী গবেষক সংস্থা ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে, মোবাইল-ইন্টারনেটের ভয়ংকর অপব্যবহারের মাধ্যমে দিন দিন মানুষ তার মস্তিষ্কের পজিটিভ কোষগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে।
এর ফলে আশঙ্কাজনক হারে মানুষের মধ্যে ভালো-মন্দ, হালাল-হারাম পার্থক্য করার বোধশক্তি নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের মন-মানসিকতা ও চিন্তাচেতনা হিং’স্র পশু’তে রূপান্তরিত হচ্ছে। ঠিক এর প্রভাবেই বর্তমান সমাজে মানুষ মানুষকে আইয়ামে জা’হেলিয়াতের যুগের ন্যায় গণধর্ষণের পর নৃশংসভাবে হ’ত্যা করে আবার আনন্দ উল্লাসও করছে। এমনকি হ’ত্যাকারীদের মধ্যে সামান্য পরিমাণ অনুশোচনা বোধও কাজ করছে না।
এই বিষয়ে আধুনিক চিকিৎসা মনোবিজ্ঞান যা বলছে….
World Health Organization (WHO), Harvard Medical School, American Psychological Association (APA), National Sleep Foundation-এর গবেষণায় দেখা গেছে, মোবাইল-ইন্টারনেটের অপব্যবহারের কারণে মানুষের মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টর চরমভাবে দুর্বল হয়ে যায়, মেলাটোনিন নিঃসরণ ব্যাহত হয়, ঘুমের স্বাভাবিক ছন্দ ভেঙে যায়।
ফলে নিউরনের বিকাশ থমকে যায়, স্মৃতিশক্তি ক্ষয় হয় এবং মস্তিষ্ক বিকৃত হয়ে যায়।
মস্তিষ্কের বিকৃতির কারণেই আক্রান্ত ব্যক্তি মনুষ্যত্বহীন, বিবেকবোধহীন, হিংস্র পশুতে রূপান্তরিত হয়ে যায়।
এর ফলে এসব বিকৃত মস্তিষ্কের মানুষের দ্বারা সমাজে শিশু ধর্ষণসহ ভয়াবহ সব নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
Harvard-এর গবেষণা বলছে, দীর্ঘদিনের অশ্লীলতা-পর্নোগ্রাফি আসক্তি মানুষের মস্তিষ্কে Porn-Induced Brain Damage তৈরি করে, যা মাদকাসক্তির চেয়ে ভয়ংকর।
এটি শুধু আসক্ত ব্যক্তির নয়, বরং তার থেকে জন্ম নেওয়া তার ভবিষ্যৎ প্রজন্মের মস্তিষ্কেও ভয়াবহ প্রভাব ফেলবে, যেমন মেধাহীন হওয়া, বুদ্ধি প্রতিবন্ধী হওয়া ইত্যাদি…
WHO-এর এক রিপোর্টে বলা হয়েছে, অশ্লীলতা ও রাতজাগা মোবাইল নেশার কারণে অনেকে Insomnia, Anxiety, Sexual Dysfunction, Infertility-তে আক্রান্ত হচ্ছে।
এইসব অভ্যাসের কারণে সন্তান হলেও তা দুর্বল মেধার, জেনেটিক সমস্যাযুক্ত বা শারীরিক প্রতিবন্ধী হতে পারে।
📖 পবিত্র কুরআনের স্পষ্ট সতর্কবার্তা
আল্লাহ্ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে মুমিনদের উদ্দেশ্যে করে ইরশাদ করেন,
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ°
“স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কতক শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।”
(সূরা রূম, আয়াত ৪১)
রাসূলুল্লাহ ﷺ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যখন কোনো জাতি অশ্লীলতা প্রকাশ্যে করবে, তখন এমন রোগ-ব্যাধি ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না।” (ইবনে মাজাহ)
🧠 আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ভাষ্যে
রাতজাগা স্ক্রিন আসক্তি মস্তিষ্কের reward system ধ্বংস করে
ডোপামিন কমে যাওয়ায় motivation, concentration কমে যায়
মেলাটোনিন ক্ষয় ঘুম নষ্ট করে, যৌন হরমোন ব্যাহত হয়
ফল: বন্ধ্যাত্ব, জেনেটিক সমস্যায় সন্তান জন্ম, IQ লেভেল হ্রাস
নতুন প্রজন্ম মেধাহীন বা প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি বাড়ে!
❓ আপনার কাছে প্রশ্ন
আপনি কি চাইবেন আপনার সন্তান জেনেটিক সমস্যায় ভোগুক? আপনার পরিবার অভিশপ্ত হোক? সন্তান হয়েও মেধাহীন, বিকলাঙ্গ হোক? আপনার চোখের সামনে প্রজন্ম ধ্বংস হোক? নিশ্চয়ই আপনি একজন বিবেকসম্পন্ন মানুষ হিসেবে এমনটি চাইবেন না।
তাহলে করণীয় কী?
১) নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, “নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আনকাবূত, ৪৫) এবং প্রচুর পরিমাণে ইস্তেগফার পড়ুন।
২) বিশেষ করে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে চোখের গুনাহ থেকে নিজেকে সর্বোচ্চ প্রচেষ্টায় হিফাজত রাখুন,
মহান আল্লাহ্ পবিত্র কুরআনে ইরশাদ করেন, “মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে।” (সূরা নূর, ৩০)
৩) বিবাহ সহজ করুন, “যে বিবাহ করল, সে অর্ধেক দ্বীন পূর্ণ করল।” (মুস্তাদরাক) বিবাহের মাধ্যমে মানুষ অস্লিলতা-বেহায়াপনা থেকে বেঁচে থাকতে পারেন, এবং মহান আল্লাহ্ বান্দার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেন।
৪) তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিজেকে সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণ করুন: Net Filter, Safe Browser, Mobile Screen Time Limit ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয়, আপনার যদি মোবাইল-ইন্টারনেট খুব বেশি প্রয়োজন না হয়, তাহলে মোবাইল ইন্টারনেটসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দিন।
৫) বিদেশের বাড়িতে যদি আপনার আত্মীয়-স্বজন থাকে, তাহলে তাদের সাথে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কথা বলেই মোবাইল ফোনটি শোকেসের মধ্যে তালা মেরে রেখে দিন, যাতে ঘরের মধ্যে থাকা আপনার কলিজার টুকরো সন্তানেরা এটি ব্যবহার করতে না পারে, এটিতে আসক্ত হয়ে না পড়ে।
শিশুদেরকে মোবাইলের পরিবর্তে অন্যান্য খেলনায় অভ্যস্ত করুন। কান্না থামানোর জন্য আপনার কলিজার টুকরো সন্তানের হাতে কোনভাবেই মোবাইল দিবেন না, কারণ এতে ছোটবেলা থেকেই তার মধ্যে মোবাইলের ভয়াবহ আসক্তি তৈরির পাশাপাশি ভয়াবহ শারীরিক ও মানসিক অসুস্থতা দেখা দিতে পারে।
এখন পর্যন্ত বহু অভিভাবক আমাদেরকে জানিয়েছেন, শুধু মাত্র মোবাইলের আসক্তির কারণেই তাদের সন্তানগুলো মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে, এবং অনেকেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। মনে রাখবেন, আপনার মোবাইল-ইন্টারনেটের অপব্যবহার আপনার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিভীষিকাময় কষ্টের ইতিহাস রচনা করবে।
মোবাইল ইন্টারনেটের নগ্ন অশ্লীলতায় আসক্ত মানুষগুলো আখিরাতের ভয়াবহ শাস্তি তো পাবেই, পাশাপাশি দুনিয়ার জীবনেও তারা ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে! দুনিয়ার শাস্তিই যে কতটা ভয়ংকর যন্ত্রণাদায়ক হবে, যা সে কল্পনাও করতে পারবে না।
বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ মোবাইল-ইন্টারনেট ও AI এর দাজ্জালি ফেতনায় আসক্ত হয়ে ডিপ্রেশন, ডিসঅর্ডার, ফোবিয়া সহ ভয়াবহ সব যন্ত্রণাদায়ক মানসিক রোগে আক্রান্ত হচ্ছে, যা তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।
এমন রোগীরা আমাদের MQ গ্লোবাল ফাউন্ডেশনের দাওয়াহ্ বিভাগে মাইন্ড কাউন্সেলিং নিচ্ছেন।
সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ্ মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে আমরা কুরআন-হাদিস ও আধুনিক ইসলামী মনোবিজ্ঞানের আলোকে আত্মশুদ্ধিমূলক মাইন্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে দিকভ্রান্ত হয়ে ধ্বংসের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে মোবাইল-ইন্টারনেটের ভয়ংকর আসক্তি থেকে ফিরিয়ে আনার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমরা আমাদের MQ গ্লোবাল ফাউন্ডেশনের দাওয়াহ্ বিভাগের উদ্যোগে মুসলিম উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচানোর উদ্দেশ্যে সাপ্তাহিক-মাসিক কুরআন-হাদিস ও আধুনিক মনোবিজ্ঞানের আলোকে আত্মশুদ্ধিমূলক মাইন্ড কাউন্সেলিং প্রোগ্রামের আয়োজন করছি। এবং বিভিন্ন হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত করার চেষ্টা করছি।
পবিত্র কুরআনে মহান আল্লাহ্ রাব্বুল আলামীন বলেন,
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ °
(সূরা আয-যারিয়াত, আয়াত ৫৫)
“স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে।”
মহান আল্লাহ্ এই আয়াতের মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাঁর উম্মতদের ইসলামের এ মহা গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মানুষকে সুন্দর এবং উওম কথা বলার মাধ্যমে আল্লাহভীতি, আখিরাতের ভয়াবহ শাস্তি ও জান্নাতের সুসংবাদের কথা সব সময় স্মরণ করিয়ে দিতে হবে। কারণ মানুষের মন ভুলে যায়, স্খলিত হয়, শয়তান প্ররোচনা দেয়। তাই ঈমানদারদের বারবার আল্লাহর কথা, জান্নাত-জাহান্নামের কথা, হালাল-হারামের সীমারেখা মনে করিয়ে দিতে হবে, যেন তারা দুনিয়ার মিথ্যা চাকচিক্যের মোহে পড়ে মহান রব আল্লাহকে ভুলে গিয়ে পথভ্রষ্ট হয়ে না যায়।
আর মুমিনের হৃদয় কোমল হয়, তারা উপদেশ শুনলে তা হৃদয় দিয়ে গ্রহণ করে, সংশোধিত হয় এবং গুনাহ থেকে ফিরে আসে। এ কারণেই আল্লাহ বলেন, ‘উপদেশ মুমিনদের উপকারে আসে।’
আরবের তাফসিরবিদরা বলেন, এখানে ‘উপদেশ’ বলতে কুরআন তিলাওয়াত, হাদিস, সৎ কথা, দাওয়াত, নসীহত, সবই বোঝানো হয়েছে। যার মাধ্যমেই হোক, মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনাই হচ্ছে প্রকৃত উপদেশ।
একজন মুসলিম যতবার সম্ভব নিজে ভালো কথা শোনে এবং অন্যকে শুনায়, এটাই ইসলামের বড় দায়িত্ব। এতে নিজেরও আত্মশুদ্ধি হয়, অন্যরাও উপকৃত হয়।
সম্মানিত প্রিয় দর্শক! আমরা MQ গ্লোবাল ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র কুরআনের এই নির্দেশই পালন করার চেষ্টা করছি, এবং কুরআন-হাদিস ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে উপদেশের দাওয়াত, সতর্কবার্তা ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন ইসলামবিদ্বেষী পশ্চিমা বিশ্বের ছড়িয়ে দেওয়া ফিতনাহ ফাসাদে পড়ে দিকভ্রান্ত হয়ে আমাদের মুসলিম উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম পথভ্রষ্ট না হয়।
আসুন, আমরা সবাই মিলেই এই কুরআনিক দাওয়াতি কাফেলায় শরিক হই, উপদেশ ছড়াই, পথহারা মানুষকে পথ দেখাই, আর মহান রবের সন্তুষ্টি অর্জন করি।
MQ গ্লোবাল ফাউন্ডেশনের দাওয়াহ্ বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামবিদ্বেষী পশ্চিমা বিশ্বের এই অদৃশ্য দাজ্জালি ফাঁদ ছিঁড়ে ফেলে কুরআনের আলোয় জীবন গড়ি।
মহান আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সকলকে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উপরে উল্লেখিত কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।
দৃষ্টি আকর্ষণ! কুরআন-হাদিস ও আধুনিক মনোবিজ্ঞানের আলোকে আত্মশুদ্ধিমূলক মাইন্ড কাউন্সেলিং সেবার বিষয়ে জানতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন (No phone call, just WhatsApp message) 015678-46-39-5
______________________________
লেখকঃ উস্তাদ শায়েখ হুসাইন ইবনে নোয়াব
প্রধান মুখপাত্র: MQ Global Foundation
______________________________
বার্তা প্রকাশক ও প্রধান এডমিন: মুফতী মাহ্দী আব্দুল্লাহ্ রুমী দাওয়াহ্ বিভাগঃ MQ Global Foundation
































