আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা শহর দখলের ইসরাইলি পরিকল্পিত হামলা পূর্ববর্তী প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরাইল গাজায় তার লক্ষ্য অর্জনে সক্ষম হবে না।
হামাসের দাবি, গাজা শহর দখলের লক্ষ্যে চালু হওয়া ‘গিডিয়ন’স চ্যারিওটস ২’ নামের অভিযানের মাধ্যমে ইসরাইলি সরকার মধ্যস্ততাকারীদের প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনার প্রতি অসম্মান দেখিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই পরিকল্পনা চলমান গণহত্যা বন্ধ ও বন্দিবিনিময় প্রক্রিয়াকে ব্যাহত করবে।
সংগঠনটি আরও জানায়, ইসরাইলি সরকার গাজার অবকাঠামো ধ্বংস এবং জনগণকে দক্ষিণে বাস্তুচ্যুত করার চেষ্টা চালাচ্ছে। তবে গাজার মানুষ প্রতিরোধ চালিয়ে যাবে।
হামাস মধ্যস্ততাকারীদের প্রতি আহ্বান জানায়, ইসরাইলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করে। বুধবার প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ওই পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপত্যকায় অভিযান শুরু করেছে ইসরাইলি সেনারা। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে বাস্তুচ্যুত করার পর গাজা শহরে ব্যাপক হামলা চালিয়ে দখল করা হবে।