আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় বসুন্ধরা গেটের সামনে পিকআপ ভ্যান ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহত–নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি উদ্ধারকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের কাঞ্চন থেকে কুড়িলের দিকে আসছিল একটি প্রাইভেটকার। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বসুন্ধরা গেটের সামনে পৌঁছালে উভয় গাড়ি বেপরোয়া গতিতে চালানোর কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।
ধাক্কার তীব্রতায় দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
এ দুর্ঘটনায় সড়কের ওই অংশে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলে পরে পুলিশ যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
দুর্ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, কোন গাড়ির চালকের ভুলে এটি ঘটেছে—তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।