আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে পার্লামেন্টের বাইরে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি নিয়ে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েনের পর কমপক্ষে ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার, ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা গোষ্ঠী সমাবেশের আয়োজন করে। তারা জানায়, প্রায় ১,৫০০ জন বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা সন্ত্রাসবিরোধী আইনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যার একটিতে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’।
মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় পুলিশের দিকে হামলা করা এবং নিষিদ্ধ সংগঠন সমর্থনের অভিযোগে এই ব্যক্তিদের আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালে কিছু পুলিশ কর্মকর্তাও আক্রমণের শিকার হন। বিক্ষোভকারীরা মাঝে মাঝে লাঠি, পানির বোতল ও অন্যান্য জিনিস পুলিশে নিক্ষেপ করত।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সঙ্গে প্রথমে সাধারণ তর্কাতর্কি হয়। এরপর ধাক্কাধাক্কি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এক পর্যায়ে এক বিক্ষোভকারীর মুখে রক্ত দেখা যায়।