আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের আচরণকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে, যা একটি গুরুতর অপরাধের শামিল।
উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড। শুধু অন্য দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রকৃত সমস্যাকে আড়াল করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে নির্দিষ্ট কোনো ঘটনার নাম উল্লেখ না করা হলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভূমিকার পর যে বৈশ্বিক সমালোচনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই উত্তর কোরিয়ার এই কড়া প্রতিক্রিয়া এসেছে।
উল্লেখ্য, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপের মুখে অবস্থান করছে।