আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর আর একতরফা নিষেধাজ্ঞা মানবে না। ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় তারা ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (INF)’ চুক্তির সীমাবদ্ধতা মানার আর কোনো যৌক্তিকতা দেখছে না। যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে ২০১৯ সালে সরে দাঁড়ায় এবং রাশিয়ার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তোলে।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দুটি পারমাণবিক সাবমেরিন নতুন স্থানে মোতায়েনের বিষয়টি রাশিয়ার মধ্যে নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। এর আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উসকানি অব্যাহত থাকলে মস্কো বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে।
উল্লেখ্য, ১৯৮৭ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এবং মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে স্বাক্ষরিত INF চুক্তির মাধ্যমে ৫০০ থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি কার্যত বাতিল হয়ে গেল।
সূত্র: Reuters