আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় চলমান হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, “হামলা বন্ধ হলেই আমরা জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করতে পারব।”
শুক্রবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডনভিত্তিক বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় আংশিক সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
এর আগে ট্রাম্প একটি সময়সীমা বেঁধে দিয়ে বলেছিলেন, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব না মানলে হামাসকে “ভয়াবহ পরিণতি” ভোগ করতে হবে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই হামাস এক বিবৃতিতে জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে, যদিও পরিকল্পনার কিছু শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
হামাস আরও জানায়, তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট সরকার) কাছে হস্তান্তরের প্রস্তাব করছে, যা জাতীয় ঐক্য ও আরব-ইসলামি বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।
হোয়াইট হাউসের ঘোষিত ২০ দফা পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে জীবিত জিম্মিদের ফেরত এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার শর্ত রাখা হয়েছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “হামাসের ঘোষণায় স্পষ্ট, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। আমরা এখনো বাকি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এটি কেবল গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তির পথ খুলে দিতে পারে।”
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত ইস্যুগুলোতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
সূত্র: আল-জাজিরা, বিবিসি