
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের এক সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন। বিস্ফোরণের ভয়াবহতায় পুরো ভবনটি ধসে পড়েছে, আর আশপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপের ধোঁয়া ও আতঙ্কের ছায়া।
স্থানীয় সময় শুক্রবার সকালে ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত অঞ্চলের ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কারখানাটি সামরিক ও মহাকাশ শিল্পে ব্যবহৃত বিস্ফোরক তৈরির জন্য পরিচিত ছিল। বিস্ফোরণে একাধিক ভবন ও যানবাহন পুড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। অনেকে ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার বলেন, “আমি ঘুম থেকে উঠে ভেবেছিলাম আমার ঘর ভেঙে পড়ছে, কিন্তু বুঝতে পারলাম সেটি কারখানার বিস্ফোরণ।”
বিমান থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ও পোড়া গাড়ির স্তূপ পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধারাবাহিক ছোট বিস্ফোরণের কারণে তারা প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে পরে দমকল বাহিনী ও জরুরি উদ্ধার দল ঘটনাস্থলে অভিযান শুরু করে।
টেনেসির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত নয়, তবে অন্তত কয়েকজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিকম্যান কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস জানান, “আমাদের বেশ কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। আমরা পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছি। তদন্তে কয়েক দিন সময় লাগবে।”
এদিকে, ম্যাকইওয়েন শহরের মেয়র ব্র্যাড র্যাচফোর্ড এক বিবৃতিতে বলেছেন, “এটি আমাদের সম্প্রদায়ের জন্য এক গভীর ট্র্যাজেডি। অনেক পরিবার আজ শোকে স্তব্ধ।”
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উৎপাদন প্রক্রিয়ায় থাকা রাসায়নিক বিক্রিয়ার ত্রুটিই বিস্ফোরণের কারণ হতে পারে। পুরো এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ ও ফেডারেল তদন্ত সংস্থা।
সূত্র: বিবিসি নিউজ



























