আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক শেষ হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রায় সাড়ে তিন ঘণ্টার দ্বিপক্ষীয় আলোচনার পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেন।
শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠক শুরু হয়। দীর্ঘ আলোচনার পর ট্রাম্প বলেন, বৈঠকে ‘গ্রেট প্রোগ্রেস’ হয়েছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তার ভাষায়, চুক্তি তখনই হবে, যখন সবাই একসঙ্গে রাজি হবে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলবেন। চুক্তি কার্যকর হতে হলে সবার সম্মতি জরুরি বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই ভালো, আর সেই সম্পর্কের কারণেই আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে আবারও পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে হলে আগে এর ‘মূল কারণগুলো’ চিহ্নিত ও সমাধান করতে হবে। তবে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। শুধু এটুকু বলেছেন, টেকসই শান্তির জন্য মৌলিক সমস্যাগুলো দূর করা অত্যন্ত জরুরি।
যদিও বৈঠক থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসেনি, তবে উভয় পক্ষই জানিয়েছে যে আলোচনা ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে এবং সামনে সমাধানের সম্ভাবনা রয়েছে।