
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
হামলার পেছনের ঘটনা
রাফাহ অঞ্চলে এক বন্দুক হামলায় একজন ইসরায়ি সৈন্য আহত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার উপর নতুন হামলার নির্দেশ দেন। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস অভিযোগ করেছে, এটি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তারা নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
হামাসের সতর্কবার্তা
হামাস জানিয়েছে, যদি ইসরায়েল বড়সড় কোনো উস্কানি দেয়, গাজায় মৃতদেহ উদ্ধারে বিলম্ব হবে এবং বাকি ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। হামাস নেতা সুহাইল আল-হিন্দি বলেন, “মরদেহ উদ্ধারের যে বিলম্ব হচ্ছে তার দায় ইসরায়েলের।”
যুদ্ধবিরতির অবস্থা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন, সামান্য সংঘর্ষের পরও যুদ্ধবিরতি এখনও টিকে আছে। তিনি বলেন, “গাজায় একজন ইসরায়ি সৈন্য আঘাত পেয়েছে, তাই ইসরায়েল প্রতিক্রিয়া দেবে। তবুও আমরা আশা করি শান্তি স্থিতিশীল থাকবে।”
গাজার মানবিক পরিস্থিতি
গাজার সরকারি মিডিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েল অন্তত ৯৪ জন ফিলিস্তিনি হত্যা করেছে এবং জরুরি ত্রাণ পৌঁছানো সীমিত রেখেছে। নতুন হামলার ফলে স্থানীয়দের নিরাপত্তা আরও বিপন্ন হয়েছে।
সূত্র: Al Jazeera




























