আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ভঙ্গুর শান্তি চুক্তি পুনরায় চালু করার দাবি জানালেও টানা দুই দিন ধরে উত্তর গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমাবর্ষণ। বুধবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার ভোরে দখলদার বাহিনীর তীব্র হামলায় উপত্যকার বিভিন্ন এলাকায় আবারও ধ্বংসযজ্ঞ নেমে এসেছে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় আল-শিফা হাসপাতালের নিকটে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যা তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল বলে দাবি করা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, টানা বোমাবর্ষণে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ আতঙ্কে আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে গেছে। মঙ্গলবার রাতের প্রাণঘাতী বোমাবর্ষণের পর থেকেই গাজার বিভিন্ন অঞ্চলে ধ্বংসস্তূপ ও হতাহতের করুণ চিত্র দেখা যাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। তার নির্দেশের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সর্বশেষ হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ যোদ্ধা নিহত হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন করে আক্রমণ শুরু করেছে, যা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
এদিকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে এবং মানবিক সহায়তা পুনরায় চালুর দাবি তুলেছে। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী তাদের অভিযান বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি।
সূত্র: Al Jazeera