
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের (ইউনিফিল) এক শান্তিরক্ষী গুরুতরভাবে আহত হয়েছেন। এটি গত এক মাসে তৃতীয় ঘটনা হিসেবে ধরা পড়েছে। শনিবার এই হামলা কফার কেলা এলাকায় সংঘটিত হয়।
ইউনিফিলের এক বিবৃতিতে বলা হয়েছে, “ড্রোন থেকে নিক্ষিপ্ত গ্রেনেড বিস্ফোরণে শান্তিরক্ষী আহত হয়েছেন। এটি ১৭০১ নম্বর নিরাপত্তা প্রস্তাবনার গুরুতর লঙ্ঘন এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা হুমকির প্রতিফলন।”
লেবাননের সেনাবাহিনী এবং ইউনিফিল যৌথভাবে ২০২৪ সালের নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের দায়িত্বে কাজ করছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত শেষ হওয়ার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
পূর্ববর্তী ঘটনায় সেপ্টেম্বর মাসে এবং মাসের শুরুর দিকে আরও দুটি হামলার ঘটনা ঘটেছে। তখনও ইউনিফিল জানায়, ইসরায়েলি ড্রোন চারটি গ্রেনেড শান্তিরক্ষীদের কাছাকাছি ফেলে। তবে ইসরায়েল দাবি করে, শান্তিরক্ষীদের উদ্দেশ্যে কোনো আক্রমণ চালানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ধরনের হামলার কারণে শান্তিরক্ষী বাহিনী তাদের কার্যক্রমে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। ইউনিফিলের মুখপাত্র বলেন, “শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ।”
এই হামলা লেবাননের দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকেও আতঙ্কিত করেছে। স্থানীয়রা জানিয়েছে, “বিস্ফোরণের শব্দে এলাকায় ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয় এবং জনজীবন বিপর্যস্ত হয়।”
বিশ্লেষকরা মনে করছেন, এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। ইউনিফিল জানিয়েছে, নিরাপত্তা এবং শান্তি রক্ষার জন্য এই ধরনের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি।





























