আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি কয়েক ঘণ্টার ব্যবধানে ভেঙে গেছে। শুক্রবার রাতের দিকে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সাক্ষীদের দাবি, পাকিস্তানি ড্রোন ও যুদ্ধবিমান সীমান্তবর্তী আবাসিক এলাকায় টানা বোমাবর্ষণ চালায়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কয়েক দিন আগেই দুই দেশ সীমান্তে চলমান সংঘাত থামিয়ে ‘অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি’ ঘোষণা করেছিল। তবে পাকিস্তানের এই আকস্মিক হামলার পর সেই চুক্তি কার্যত ভেঙে গেছে।
আফগান তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের এই হামলা সম্পূর্ণ ‘অযৌক্তিক’ এবং এটি আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তাদের দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই পাকিস্তান সীমান্তে আগ্রাসন চালিয়েছে।
পাকতিকা প্রদেশের স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার পর আফগান সেনারাও পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে। সীমান্ত এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে এবং নতুন করে বড় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতাকে আরও গভীর করতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।