আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বিমান হামলা শুরু হয়েছে। রোববার (১৯ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রাফা এবং দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, গাজার নিকটবর্তী এলাকায় সেনা ও নাগরিকরা উভয়ই হামলার কবলে পড়েছেন। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনগণ জানিয়েছে, গাজার বেশ কয়েকটি সিভিলিয়ান এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত কিছু বাড়ি ধ্বংস হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, রাফা এলাকায় হামলা চালানোর কারণ হিসেবে ‘সন্ত্রাসী তৎপরতা’ উল্লেখ করা হলেও, হামাসের পক্ষ দাবি করেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল নিজস্ব পরিকল্পনায় অস্ত্রপ্রয়োগ করছে এবং সাধারণ নাগরিকদের ওপর প্রতিকূল প্রভাব ফেলছে।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলার ফলে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা সীমিত হয়ে পড়েছে।
হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে, ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে এবং সাধারণ মানুষকে সুরক্ষা প্রদানে তৎপর হতে। একই সঙ্গে হামাস জানিয়েছে, তারা গাজার জনগণকে নিরাপদ রাখতে এবং আগ্রাসন প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাম্প্রতিক এ ঘটনায় গাজা উপত্যকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং মানবিক সংকট আরও জটিল রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের হামলা চলতে থাকলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।