
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বর্তমানে ছিনতাই মানেই নৃশংসতা—এমন ধারণা প্রায় সবার মধ্যেই গড়ে উঠেছে। তবে পাকিস্তান থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও সেই ধারণাকে ভেঙে দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ছিনতাইকারী।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছ থেকে বাইকে আসা দুই ছিনতাইকারী মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। হতভম্ব যুবক মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন। আর সেই কান্নাই বদলে দেয় পুরো পরিস্থিতি। আবেগাপ্লুত হয়ে ছিনতাইকারী ছিনতাই করা মোবাইল ও টাকা ফিরিয়ে দেন। শুধু তাই নয়, তিনি ওই যুবককে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেন।
ঘটনাস্থল নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে এটি পাকিস্তানের একটি শহরে ঘটেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
নেটিজেনরা একে মানবিকতার বিরল উদাহরণ বলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন—“অপরাধীরও হৃদয় থাকে, আবেগ থাকে।” আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, ভিডিওটি আদৌ বাস্তব নাকি পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে। তবে এটি যদি সত্যিকারের ঘটনা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে এটি মানুষের ভেতরের মানবতাবোধ এখনও নিভে যায়নি—এর শক্তিশালী প্রমাণ।




























