আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ফোর ম্যাচে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করেছে। লংকান সাবেক অধিনায়ক দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবের কারণে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য দাঁড়িয়েছে।
বাংলাদেশকে জয় পেতে হবে ১২০ বলে ১৬৯ রান। সুপার ফোরে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে এই ম্যাচ জেতা আবশ্যক। পরের ম্যাচগুলো ভারতের (২৪ সেপ্টেম্বর) ও পাকিস্তানের (২৫ সেপ্টেম্বর) বিপক্ষে।
ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কান ওপেনাররা ব্যাটিংয়ে শক্তিশালী শুরু দেয়। কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা ওপেনিং জুটিতে দলকে শক্তি জোগায়। তবে পঞ্চম ওভারে নিশাঙ্কা তাসকিন আহমেদের বলে আউট হন। এরপর শেখ মাহেদী হাসান কুশাল মেন্ডিস ও কামিল মিশারাকে ফেরান। মোস্তাফিজুর রহমান আরও এক উইকেট নেন কুশাল পেরেরার।
শানাকা ৯.২ ওভারে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন। তিনি ৩৭ বলে ৬৪ রান করেন, যা শ্রীলঙ্কার ইনিংসকে শক্তিশালী ভিত্তি দিয়েছে। শেষ ১৪ ওভারে শ্রীলঙ্কা ৯৮ রান যোগ করে এবং ৭ উইকেটে ১৬৮ রানে ইনিংস শেষ করে।
এই সংগ্রহের কারণে বাংলাদেশকে জেতার জন্য কঠিন চাপের মুখে পড়তে হবে।