আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যৌক্তিক ও সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, শুধু বেতন বৃদ্ধি করলেই যথেষ্ট নয়, বরং স্বাস্থ্যবীমা নিশ্চিত করা জরুরি, কারণ একটি বড় অসুস্থতায় অনেক পরিবার আর্থিকভাবে ভেঙে পড়ে। স্বাস্থ্যবীমা থাকলে পরিবার নিশ্চিন্ত থাকতে পারে।
জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বৈঠকে জানান, ছয় মাস সময় পেলেও কমিশন তার আগেই নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা দিতে পারবে। তিনি বলেন, গত এক দশকে জিডিপি ও মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু সে অনুপাতে বেতন বাড়েনি। তাই নতুন কাঠামোতে মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয়, বিশেষায়িত চাকরির জন্য পৃথক কাঠামো, আয়কর বিবেচনায় বেতন, ভাতা, পেনশন ও অবসর সুবিধা, সব কিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বেতন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, টেলিফোন, গাড়ি ও রেশন সুবিধার যৌক্তিকীকরণ, গ্রেড ও ইনক্রিমেন্টের অসঙ্গতি দূরীকরণসহ সময়োপযোগী সুপারিশ চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। কমিশন সরকারি, আধা সরকারি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।