আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলতে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না-নির্বাচন কমিশনের সাম্প্রতিক এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সাধারণ নাগরিকদের মাঝে।
ড. ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিক ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগে এনআইডি হারালে জিডি করা বাধ্যতামূলক ছিল। এতে মানুষকে নানা হয়রানি ও সময় নষ্টের শিকার হতে হতো। বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে তিনি কমিশনের সঙ্গে আলোচনায় বসেন এবং কার্যকর সমাধানের প্রস্তাব দেন।
নির্বাচন কমিশন জনগণের জন্যই এই স্বস্তিদায়ক প্রস্তাবকে গুরুত্ব দিয়ে অনুমোদন করেছে। ফলে এখন থেকে বৈধ এনআইডি কার্ডধারীরা কার্ড হারালে সরাসরি কমিশন থেকে তা তুলতে পারবেন, কোনো জটিল প্রক্রিয়ায় পড়তে হবে না।
ড. ইউনুস সরকার বলেন,“নাগরিকের ছোটখাটো ভোগান্তি লাঘব করা আমার দায়িত্ব। এই সিদ্ধান্তের জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাই, তবে আনন্দটা আসলে সাধারণ মানুষের জন্য।”
নাগরিকবান্ধব এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই বলছেন—ড. ইউনুস সরকারের মতো দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তাদের কারণেই জনগণ প্রশাসনের প্রতি নতুন আস্থা ফিরে পাচ্ছে।