আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকার সুত্রাপুরে প্রকাশ্যে গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বেলা প্রায় ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায় এবং দেখা যায় এক ব্যক্তি দৌড়ে হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন। তার পেছনে দুই ব্যক্তিকে পিস্তল হাতে গুলি ছোড়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে। রোগী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে—তার নাম তারিক সাইফ মামুন (৫৫)। তিনি রাজধানীর বাড্ডায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। সেদিন সকালে তিনি আদালতে হাজিরা দিতে বাসা থেকে বের হন।
ঘটনার পর থেকেই পুলিশ ব্যাপক তদন্তে নামে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, নিহত মামুন একসময় রাজধানীর একটি আলোচিত অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং একই গ্রুপের আরেক কুখ্যাত ব্যক্তির সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, পুরনো দ্বন্দ্বকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন হাসপাতালে ঢোকার আগ মুহূর্তে তাকে লক্ষ্য করে একাধিক গুলি করা হয়। এক হামলাকারীর মুখ মুখোশে ঢাকা ছিল, ঘটনাস্থল থেকে গুলি ছুঁড়েই তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ বলছে, হামলাকারীদের ধরতে অভিযান চলছে এবং ঘটনার সাথে সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এলাকায় ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।