আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সুন্নি ও সুফিবাদী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নতুন নির্বাচনি প্লাটফর্ম ‘বৃহত্তর সুন্নি জোট’ গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ জোটের ঘোষণা দেওয়া হবে।
জোটের অন্তর্ভুক্ত তিন দল হলো— বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন শনিবার জানান, “প্রথমে তিনটি দল নিয়ে আমরা জোট ঘোষণা করব। পরে অন্য নিবন্ধিত দলও যুক্ত হতে পারে। নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।”
অনেকের সন্দেহ, এই জোট আওয়ামীপন্থী একটি প্লাটফর্ম হতে পারে। তবে এম এ মতিন বলেন, “আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। যদিও কিছু সুবিধাভোগী থাকতে পারে, অন্য দলের তুলনায় তা নগণ্য।”
একইদিন আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের চারটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে নতুন কমিটি ঘোষণা করেছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে শায়খুল হাদীস কাজী মঈনুদ্দিন আশরাফীকে চেয়ারম্যান, আল্লামা আবুল কাশেম নূরীকে নির্বাহী চেয়ারম্যান এবং ড. সাইয়্যেদ আবদুল্লাহ আল মারুফকে মহাসচিব করা হয়।
এর আগে পৃথক চারটি গ্রুপ নিজ নিজ কমিটি বিলুপ্ত করে ঐক্যের ঘোষণা দেয়।
তবে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের হঠাৎ ঐক্যবদ্ধ হওয়া ও নতুন রাজনৈতিক প্লাটফর্ম তৈরির তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। অনেকে এটিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নতুন প্লাটফর্ম বলে সন্দেহ প্রকাশ করছেন। যদিও জোট নেতারা সেই দাবি অস্বীকার করেছেন।