আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকার আজিজ মিয়ার বাড়িতে শনিবার রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আলাউদ্দিন নামে এক ব্যক্তি এবং তাঁর দুই মেয়ে শিফা আক্তার ও সিমলা আক্তার এবং মা জরিনা বেগম মোবাইল চার্জিং করার সময় মোবাইলের বিস্ফোরণে আগুনে দগ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটি রাতের ঘুমের আগে মোবাইল চার্জে রাখে। হঠাৎ চার্জের মোবাইলটি বিস্ফোরিত হয়ে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করান।
আহত চারজনকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল। পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, এই ধরনের দুর্ঘটনা এড়াতে রাতে মোবাইল চার্জিং করার সময় সতর্ক থাকার প্রয়োজন আছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে এবং এ ধরনের আগুন লাগার কারণ নির্ধারণে কাজ করছে। এছাড়া আগুন লাগার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারত।
স্থানীয়দের মন্তব্য:
“এ ধরনের দুর্ঘটনা খুবই বিপজ্জনক। রাতের বেলা মোবাইল চার্জিং দিয়ে ঘুমানো সম্পূর্ণ অব্যবহিত ও বিপজ্জনক কাজ,” জানিয়েছেন স্থানীয় এক প্রতিবেশী।
চিকিৎসক পরামর্শ:
মোবাইল বা ল্যাপটপ চার্জিং করার সময় অবশ্যই স্থিতিশীল ও অগ্নি‑নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।