আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে প্রায় ৫০০ বছর পর জেগে উঠেছে ঘুমন্ত আগ্নেয়গিরি ‘ক্রাশেনিনিকভ’। অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরিটি ছুঁড়ে দেয় ছাইয়ের কুণ্ডলী, যা উঠে যায় প্রায় ৬ কিলোমিটার উচ্চতায়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে জনবসতির ওপর সরাসরি কোনো হুমকি না থাকলেও আশপাশের অঞ্চলগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। বিশেষজ্ঞরা বলছেন, গত সপ্তাহে ওই অঞ্চলে ঘটে যাওয়া ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে এই অগ্ন্যুৎপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এই অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা পরই একই এলাকায় আঘাত হানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প। ফলে তিনটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। এদিকে কুরিল দ্বীপপুঞ্জেও ৭ মাত্রার ভূমিকম্পে সৃষ্টি হয় ১৮ সেন্টিমিটার উচ্চতার ঢেউ। উপকূলবর্তী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ক্রমাগত এই ভূকম্পন ও অগ্ন্যুৎপাত একটি বিস্তৃত টেকটোনিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে, যা শুধু রাশিয়া নয়, প্রভাব ফেলছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়েই। ইতোমধ্যে চিলি ও ফ্রেঞ্চ পলিনেশিয়াতেও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে।
ভূমিকম্পের প্রভাবে আগে থেকেই আতঙ্কিত মানুষদের মধ্যে অগ্ন্যুৎপাতের এই দৃশ্য যেন নতুন করে আতঙ্কের ছায়া ফেলেছে পুরো কামচাটকা জুড়ে।
সূত্র: বিবিসি নিউজ