আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অপরীক্ষিত ও নতুন কিছু রাজনৈতিক শক্তি কর্তৃত্ববাদী শাসন কায়েমের পথে এগোচ্ছে, যা রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির পুরাতন মিনাবাজার এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম রবি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়ছে। ধর্মের অপব্যবহার, তরুণ সমাজকে বিভ্রান্ত করা এবং সংকীর্ণ স্বার্থভিত্তিক রাজনীতির মাধ্যমে আবারও কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত ও দায়িত্বশীল রাজনৈতিক দল। রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি অতীতে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। বর্তমান সংকটময় সময়ে বিএনপি ক্ষমতায় না এলে দেশের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু আন্দোলন নয়, এখন প্রয়োজন জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন, অতীতের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা। তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে পারবে।
শেখ রবিউল আলম রবি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। জনগণের রায়ের মাধ্যমেই রাষ্ট্রকে বর্তমান সংকট থেকে মুক্ত করা সম্ভব।