আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতা থেকে হঠাৎ নিম্নমুখী হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা কমে আসা এবং নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা কমার কারণে মূল্যবান এই ধাতুর দাম সম্প্রতি ১ শতাংশ কমেছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,৭৯৩.৬৩ ডলারে নেমে এসেছে। এর আগে বুধবার দাম রেকর্ড সর্বোচ্চ ৪,৮৮৭.৮২ ডলার পর্যন্ত উঠেছিল। ফেব্রুয়ারির ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ১ শতাংশ কমে ৪,৭৯০.১০ ডলারে স্থিত হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড সংযুক্তির প্রস্তাব থেকে সরে আসা এবং শুল্ক হুমকি প্রত্যাহার করার ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ অন্যান্য ধাতুর চাহিদা কমেছে। ডলারের শক্তিশালী অবস্থাও মূল্যের ওপর চাপ সৃষ্টি করেছে।
এএনজেডের পণ্য কৌশলবিদ সোনি কুমারী বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় আমরা স্বর্ণের দাম পতন দেখতে পাচ্ছি। তবে কেন্দ্রীয় ব্যাংকের সমর্থনে স্বর্ণ এখনও অন্যান্য শিল্প-উদ্ভূত ধাতুর তুলনায় স্থিতিশীল।
এর পাশাপাশি মঙ্গলবার স্পট সিলভার ৯২.২৭ ডলারে স্থিতিশীল ছিল। স্পট প্লাটিনামের দাম ১.৮ শতাংশ কমে ২,৪৩৮.৪৩ ডলারে নেমে এসেছে, আর প্যালাডিয়ামের দাম সামান্য বেড়ে ১,৮৪০.৪০ ডলারে পৌঁছেছে।