
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বড় ধরনের অনিয়মের দায়ে রাজশাহী জেলা ফুটবল দলকে শাস্তির মুখে পড়তে হলো। বগুড়া জেলার বিপক্ষে ম্যাচে রেফারিকে মারধরের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি রাজশাহী দলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। একইসঙ্গে পাঁচ ফুটবলারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাফুফে জানায়, গত ১০ সেপ্টেম্বর বগুড়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহীর খেলোয়াড়, কর্মকর্তা এবং কিছু দর্শক রেফারি ও সহকারী রেফারির ওপর হামলা চালান। ঘটনার পর ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন, গোলাম রাব্বি, জমজম, তৌহিদুল ইসলাম, মনিরুজ্জামান রনি এবং ৫ নম্বর জার্সিধারী একজন অতিরিক্ত ফুটবলার। এ ছাড়া দলটির ম্যানেজার রতন, কোচ মাহমুদ আলম এবং সহকারী কোচ আলমকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠে শৃঙ্খলাবিরোধী আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। খেলোয়াড় ও কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড শুধু খেলাধুলার মান ক্ষুণ্ণ করে না, বরং তরুণ প্রজন্মের জন্যও নেতিবাচক বার্তা দেয়।
এই শাস্তির ফলে রাজশাহী দল আসন্ন ম্যাচগুলোতে চাপে পড়বে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।




























