আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের শাংহাইয়ে একটি অবিশ্বাস্য ঘটনায় দুই কিশোরকে প্রায় ২২ লাখ ইউয়ান (প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার) জরিমানা করেছে আদালত। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির জনপ্রিয় হটপট চেইন ‘হাইদিলাও’-এর একটি শাখায় ওই দুই কিশোর মদ্যপ অবস্থায় সুপের পাত্রে প্রস্রাব করে এবং সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় ওঠে। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত স্যুপ কেউ খায়নি, তারপরও তারা ক্ষতিপূরণ হিসেবে ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই শাখায় খেতে আসা চার হাজারের বেশি গ্রাহকের বিল ফেরত দিয়েছে এবং বিলের দশ গুণ অর্থ ফেরত দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ২.৩ কোটি ইউয়ানের ক্ষতি হয়েছে। এছাড়া রেস্তোরাঁর সমস্ত সরঞ্জাম বদলানো হয় এবং পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণের কার্যক্রম সম্পন্ন করা হয়।
গত শুক্রবার আদালত জানায়, কিশোরদের এই আচরণ রেস্তোরাঁর সম্পত্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র অস্বস্তি সৃষ্টি করেছে। আদালতের মতে, কিশোরদের অভিভাবকরা যথাযথভাবে নজরদারি না করার কারণে জরিমানার দায়ভার তাদেরও নিতে হবে।
জরিমানা বণ্টন:
অপারেশনাল ও সুনামজনিত ক্ষতির জন্য: ২০ লাখ ইউয়ান
ক্যাটারিং সরঞ্জাম ও পরিচ্ছন্নতার জন্য: ১.৩ লাখ ইউয়ান
আইনি ব্যয় বাবদ: ৭০ হাজার ইউয়ান
তবে আদালত স্পষ্ট করেছে, গ্রাহকদের দেওয়া অতিরিক্ত ক্ষতিপূরণ ছিল হাইদিলাও-এর নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত, তাই তা কিশোরদের কাছ থেকে আদায়যোগ্য নয়।
উল্লেখ্য, ১৯৯৪ সালে সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং-এ যাত্রা শুরু করা হাইদিলাও বর্তমানে বিশ্বজুড়ে এক হাজারের বেশি শাখা পরিচালনা করছে। ব্যতিক্রমী গ্রাহকসেবার জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে জনপ্রিয়।