আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে অন্তত অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এর মধ্যে ৩৫টি ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে আগুনের সূত্রপাত হয়। আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আলীখালী ২৫নং ক্যাম্পের একটি ব্লকেও। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অন্তত ৫০-৬০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও অনুসন্ধান চলছে।
লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম জানিয়েছেন, ক্যাম্পের এক বাসিন্দা ফাতেমা আক্তারের ঘরে ফোন চার্জার বিস্ফোরণের কারণে আগুনের প্রাথমিক সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।