আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সুপার ফোরে প্রথম জয় পেল পাকিস্তান। ম্যাচে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাবর আজমের দল।
১৮তম ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরার করা বলটি ছক্কায় উড়িয়ে দেন মোহাম্মদ নেওয়াজ। এর আগে একই ওভারে আরেকটি ছক্কা মেরে পাকিস্তানের জয়ের পথ মসৃণ করেন তিনি। ২৪ বলে অপরাজিত ৩৮ রান করেন নেওয়াজ। তাঁর সঙ্গে ৫৮ রানের অজেয় ষষ্ঠ উইকেট জুটি গড়েন হুসেইন তালাত, যিনি খেলেন ৩০ বলে ৩২ রানের ইনিংস।
এই জয়ে নেট রান রেটে বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। ফলে ফাইনালের আশা জিইয়ে রাখল দলটি। অন্যদিকে হারের ফলে কঠিন সমীকরণের মধ্যে পড়ে গেল শ্রীলঙ্কা। আগামীকাল ভারত যদি বাংলাদেশকে হারাতে পারে, তাহলে বাদ পড়তে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৩/৮ (কামিন্দু ৫০, আসালাঙ্কা ২০, করুনারত্নে ১৭*, কুশল পেরেরা ১৫, হাসারাঙ্গা ১৫; শাহিন আফ্রিদি ৩/২৮, তালাত ২/১৮, রউফ ২/৩৭)।
পাকিস্তান: ১৮ ওভারে ১৩৮/৫ (নেওয়াজ ৩৮*, তালাত ৩২*, সাহিবজাদা ২৪, ফখর ১৭, হারিস ১৩; তিকশানা ২/২৪, হাসারাঙ্গা ২/২৭)।
ফলাফল: পাকিস্তান জয়ী ৫ উইকেটে।
ম্যান অব দ্য ম্যাচ: হুসেইন তালাত।