আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের পর লিটন দাস ও শ্রীলঙ্কায় ক্রিকেট শেখা সাইফ হাসানের টর্নেডো ব্যাটিংয়ে বাংলাদেশ দল জয় তুলে নেয় ৩৯ বল হাতে রেখেই।
প্রথমে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১৩৬ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ একাই শিকার করেন ৪ উইকেট, রান দেন মাত্র ২৮। তার সঙ্গে একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। যদিও ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর অধিনায়ক লিটন দাস ও তানজিদ হাসান তামিম দ্বিতীয় উইকেটে গড়েন ৬৬ রানের জুটি। ২৯ রানে আউট হন তামিম।
শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন ও দীর্ঘদিন পর দলে ফেরা সাইফ হাসান। টানা দুই ছক্কায় ম্যাচ শেষ করেন সাইফ, ১৮ বলে অপরাজিত থাকেন ৩৬ রানে। অপরদিকে অধিনায়ক লিটন খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারের ১৩তম টি-টোয়েন্টি ফিফটি।
লিটনের এই ফিফটির সুবাদে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে নাম লেখান তিনি (১৩টি করে)।
ফলাফল: বাংলাদেশ জয়ী ৮ উইকেটে, সিরিজে ১-০ তে এগিয়ে।
ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তাসকিন আহমেদ