আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর একটি বহুতল ভবনের লিফটে ওঠার সময় বারবার মায়ের দিকে তাকিয়ে ছিল ছোট্ট পাখি—কিন্তু কয়েক মুহূর্ত পরই সেই মায়ের কোলে চিরতরে নিথর হয়ে গেল সন্তান। এমন করুণ দৃশ্যের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাইসা মনির মা।
রাজধানীর গুলশানের একটি অভিজাত অ্যাপার্টমেন্টে শুক্রবার দুপুরে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত শিশুর নাম পাখি (৬)। তার মা রাইসা মনি জানান, লিফটে উঠতে গিয়ে পাখি অস্বাভাবিকভাবে ভয় পাচ্ছিল। বারবার মায়ের দিকে তাকিয়ে হাত ধরেছিল শক্ত করে। কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে পড়ে সে। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাইসা মনির মা কালের কণ্ঠকে বলেন, “লিফটে উঠার পরও বারবার তাকিয়ে ছিল আমার দিকে। মনে হচ্ছিল কিছু বলতে চাচ্ছে। অথচ কিছুই বলা হলো না।”
এ ঘটনায় পুরো পরিবার শোকে স্তব্ধ। স্থানীয়রা জানান, শিশুটি শারীরিকভাবে একদম সুস্থ ছিল। কীভাবে হঠাৎ এমন মৃত্যু হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্ট বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।